শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

 আপডেট: ১৬:৪৭, ১১ আগস্ট ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটিতে যুক্ত হয়ে এই নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘যেহেতু এটি কারিগরি বিষয়, তাই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। তারা যে ব্রিফিং করেছে, সেটি যেন পুনরায় করা হয়। কিছুদিন পরপর যেন এটি করা হয়, সেটিও বলা হয়েছে।’’

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং বিপিসির চেয়ারম্যান এর মধ্যে সবকিছু সংবাদ সম্মেলনে বলেছেন। সেটি আজ মন্ত্রিসভাকে অবহিত করা হয়। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শুক্রবার মধ্যরাতে সরকার জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি করে। এদিন ডিজেল ও  কেরোসিনের মূল্য লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়। ৮০ টাকা থেকে তা ১১৪ টাকা করা হয়। অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা করা হয়। এবং পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়।

মন্তব্য করুন: