শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠির ১৫ গ্রাম প্লাবিত 

 প্রকাশিত: ১৬:৩২, ১০ আগস্ট ২০২২

ঝালকাঠির ১৫ গ্রাম প্লাবিত 

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। ঝালকাঠির বিভিন্ন নদ-নদীর পানি এর মধ্যে বেড়ে গেছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট বাড়ায় তলিয়ে গেছে ঝালকাঠির নদী তীরের ১৫ গ্রাম।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, এই জেলার সুগন্ধা, বিষখালি, হলতা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে ২ দশমিক ৭ মিটার।

আজ বুধবার সকাল থেকেই জোয়ার আর দমকা বাতাসে পানি বেড়ে চলেছে। নদীর পানি উপচে ঢুকে পড়েছে কাঠালিয়া উপজেলার ১০টি গ্রামে।

জোয়ারের বেড়ে যাওয়া পানিতে উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ উপজেলা সদরেও হাঁটু পানি জমেছে। 

আমুয়া থেকে জাঙ্গালিয়া নদী পর্যন্ত ৩১ কিলোমিটার কোনও বেড়িবাঁধ নেই। জানা যায়, এই কারণে  প্রাকৃতিক দুর্যোগে এ এলাকার মানুষকে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়।

সুগন্ধা ও বিষখালি নদীর পানিও বেড়েছে। তাতে জেলা সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। চরাঞ্চলের অনেক বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে।

মন্তব্য করুন: