বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ দিন পর ওসমানী বিমানবন্দর চালু

 প্রকাশিত: ১৫:২৩, ২৩ জুন ২০২২

৬ দিন পর ওসমানী বিমানবন্দর চালু

ছয় দিন বন্ধ থাকার পর চালু হলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আজ সকাল থেকে বিমানবন্দরটি থেকে ফের উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। বন্যার কারণে গত ১৭ জুন তিনদিনের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। 

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ছাড়ে। সেটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়। 

সকাল থেকে অবশ্য অভ্যন্তরীণ বিমানগুলো আসা-যাওয়া করছে। 

এর আগে গত ১৭ জুন অচল হয়ে পড়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়েতে বন্যার পানি ওঠে। সে কারণে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরকে বন্ধ ঘোষণা করে। 

রোববার থেকে পানি নামতে শুরু করে। তবে কারিগরি কারণে বুধবারও এখান থেকে উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি। 

মন্তব্য করুন: