শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

গত ১ সপ্তাহে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ

 প্রকাশিত: ১০:৪১, ২০ জানুয়ারি ২০২২

গত ১ সপ্তাহে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ

দেশে গত মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে করোনা পরিস্থিতির এই চিত্র তুলে ধরেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। এতে বলা হয়, দেশে ১২টি জেলায় করোনা ভয়বাহভাবে ছড়িয়ে পড়ায় ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। তবে অক্রান্তের ঝুঁকি কম থাকায় ১৬টি জেলাকে গ্রিন (সবুজ) জোন হিসেবে ধরা হয়েছে।

মন্তব্য করুন: