বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিযান-১০ লঞ্চের মালিকবর্গকে আদালতে হাজিরের নির্দেশ

 প্রকাশিত: ১৪:৪৯, ৪ জানুয়ারি ২০২২

অভিযান-১০ লঞ্চের মালিকবর্গকে আদালতে হাজিরের নির্দেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে তিন মালিকের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে করা মামলায় লঞ্চের তিন মালিককে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। 
মঙ্গলবার নৌ-আদালতের বিচারক জয়নাব বেগমের আদালত তাদের গ্রেফতার দেখিয়ে এ নির্দেশ দেন। ঐ তিন মালিক হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও  মো. রাসেল আহম্মেদ (৪৩)। 

রাষ্ট্রপক্ষের নৌপরিবহন অধিদফতরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় কার্যক্রম শেষে কারাগারে রয়েছেন। নৌ-আদালতের মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। 

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের গ্রেফতার দেখিয়ে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন: