বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াত: পরওয়ার তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

জাতীয়

রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল

 প্রকাশিত: ১৬:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল

জুলাই আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সোমবার রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে নিজের অসুস্থতার কথা তুলে ধরে নজরুল ইসলাম মজুমদার বলেন, “রিমান্ড দিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক করতে পারি।”

কামাল হোসেন সবুজ নামের এক ব্যক্তিকে হত্যা অভিযোগে দায়ের করা এ মামলায় গত ৭ নভেম্বর ব্যবসায়ী মজুমদারকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রেজাউল করিম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ঠিক করে।

সে অনুযায়ী এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মজুমদারকে সোমবার আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি। ১৭ বছর ধরে নজরুল ইসলাম মজুমদারের মত লোকেরা অর্থ দিয়ে, মদদ দিয়ে তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। আন্দোলনকারীরা ভোটাধিকার চেয়েছিল। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে। তাদের মধ্যে সবুজও একজন। এই নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী সাদেকুর রহমান তমাল রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “এজাহারে তার নাম নাই। সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ সহায়তা দিয়েছেন।

“অর্থ সহায়তা কীভাবে দিয়েছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তিনি অসুস্থ, বয়স্ক একজন মানুষ। তার রিমান্ড আবেদন বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক।”

এরপর আদালতের কাছে ১ মিনিট কথা বলার অনুমতি চান নজরুল ইসলাম মজুমদার।

আদালত অনুমতি দিলে বলেন, “আমি হার্টের রোগী। গত সপ্তাহে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ি। টেস্ট করে হার্টে ব্লক ধরা পড়েছে।

“আমার রাইট বান্ডেল পুরো ব্লক। এ অবস্থায় আবার রিমান্ড দিলে অসুস্থ হয়ে পড়ব।”

নজরুল ইসলাম মজুমদার বলেন, “গত ১৫ মাস ধরে জেলে আছি। অনেক মামলায় রিমান্ড হয়েছে। দুদকের দুই মামলায় রিমান্ড না দিয়ে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। রিমান্ডে নেওয়া হলে আবার অসুস্থ হয়ে পড়ব।”

নাসা গ্রুপের চেয়ারম্যান বলেন, “আমি ইংলিশে অনার্স, মাস্টার্স। আমাকে প্রয়োজনে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক। রিমান্ডে আপত্তি নেই।

“তবে রিমান্ডে নিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করছি।”

শুনানি নিয়ে আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ আসে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের বাটার গলিতে গুলিবিদ্ধ হন কামাল হোসেন সবুজ। পরে মারা যান তিনি।

এ ঘটনায় পুলিশের তরফে গত ৭ জুলাই আওয়ামী লীগের ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।