রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

ইসলাম

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু

 প্রকাশিত: ১০:০৪, ৭ ডিসেম্বর ২০২৫

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু

নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করায় ৩৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে আল-ইহদা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. প্রকৌশলী মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন, মো. মোবারক হোসেন, নাদিম মিয়া, মো. নূরুল হক, আফসার হোসেন প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. নিরব বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন জানান, আমাদের দেশের শিশু কিশোররা বিপথে চলে যায়। তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।