ইমামের জন্য মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামায পড়ার হুকুম কী?
প্রশ্ন. ইমামের জন্য মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামায পড়ার হুকুম কী?
উত্তর. বর্তমানে মসজিদগুলোর মেহরাব মসজিদের মেঝের বরাবর থাকে এবং তা মসজিদেরই অংশ। তাই এ সময়ের মসজিদগুলোতে ইমাম মেহরাবের ভিতর দাঁড়িয়ে নামায পড়াতে পারবেন। এতে নামায মাকরূহ হবে না। তবে মুসল্লীদের জায়গার সমস্যা না থাকলে অহেতুক বিতর্ক এড়াবার জন্য একেবারে মেহরাবের ভেতরে ঢুকে দাঁড়ানোর চেয়ে অন্তত এক কদম পিছনে সরে দাঁড়ানো ভাল। আর জায়গা সংকুলান না হলে ভেতরে ঢুকেও দাঁড়াতে পারবেন। এতে নামাযের কোনো ক্ষতি হবে না।
-আততাজনীস ওয়াল মাযীদ ১/৫২০; ফাতহুল কাদীর ১/৩৫৯; হালবাতুল মুজাল্লী ২/৩০০
মাসিক আলকাউসার