শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

দেশে লাগামহীন সবজি বাজার

 প্রকাশিত: ১০:২৪, ১৬ অক্টোবর ২০২০

দেশে লাগামহীন সবজি বাজার

দেশে লাগামহীন সবজি বাজার  । মানুষের দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যেই সবজিগুলোর দাম আগে কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা ছিল, সেগুলো এখন ৬০ থেকে ১০০ টাকা।

সবজির দাম কমতে আরও এক মাস লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকেরা নতুন সবজি আবাদ শুরু করেছেন। ওই সবজি এলেই শুধু দাম কমতে পারে।

চাল, পেঁয়াজ ও আলুর দাম নির্ভর করছে নতুন মৌসুম ও সরবরাহ পরিস্থিতির ওপর। আর ভোজ্যতেলের দাম কমতে পারে কেবল বিশ্ববাজারে দর পড়তে শুরু করলে। ফলে শিগগিরই মানুষের দুর্ভোগ কমছে না।

বাজার নিয়ন্ত্রণে সরকারের দাম বেঁধে দেওয়া ও জরিমানার কৌশল তেমন একটা কাজ করছে না। যেমন গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে ব্যাপক অভিযান চালায়। ব্যবসায়ীদের বিপুল জরিমানা করা হয়। কিন্তু প্রতি কেজি পেঁয়াজের দাম এখনো ৯০ থেকে ১০০ টাকায় রয়ে গেছে।

দেশে নতুন মৌসুমের আগাম পেঁয়াজ উঠবে আগামী ডিসেম্বর মাসের শুরুতে। এর আগে আমদানি বাড়লেই কেবল দাম কমতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: