বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবল ট্রলার

 প্রকাশিত: ১৮:০০, ১০ আগস্ট ২০২২

৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবল ট্রলার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই খবর নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে। 

তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিন হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দিয়েছিল। 

পথে ট্রলারটি একটি ডুবোচরে ধাক্কা খায়। তাতে তলা ফেটে ট্রলারটি কাত হয়ে যায়। নদীতে থাকা প্রচণ্ড বাতাস ও টেউয়ের আঘাতে কাত হয়ে যাওয়া ট্রলারে পানি ঢুকতে থোকে। একসময় সেটি ডুবতে থাকে।

এরকম এক অবস্থায় টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তারা ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করে।

বিকাশ চন্দ্র জানান, ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করে স্থানীয় জেলে নৌকায় তোলা হয়। ট্রলারটি বাকি তিন হাজার ৪২০ বস্তাসহ পানিতে ডুবে গেছে। ভোলার হোসেন ট্রেডার্স ফ্রেশ কোম্পানির ওই চিনির ক্রেতা।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। 

মন্তব্য করুন: