মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তাল সাগরে ডুবল ৩ ট্রলার, নিখোঁজ দুই জেলে

 প্রকাশিত: ১২:১৯, ১০ আগস্ট ২০২২

উত্তাল সাগরে ডুবল ৩ ট্রলার, নিখোঁজ দুই জেলে

সমুদ্র উত্তাল। এই উত্তাল ঢেউয়ের তোড়ে টেকা যাচ্ছে না। বন্দরে ফেরার সময় কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঢেউয়ের ধাক্কায় ডুবে গেছে মাছ ধরার তিনটি ট্রলার।

সোমবার রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সাগরে ডুবে যাওয়া ট্রলার দুটির নাম এফবি আনোয়ার খান এবং এফবি সুজন।

এই দুই ট্রলারে ২৪ জেলে ছিলেন। এর মধ্যে ২২ জনকে উদ্ধার করা গেছে। তবে আনোয়ার খান ট্রলারের বাবুর্চি সেরাজ মুন্সি (৫০) ও এফবি সুজন ট্রলারের সিদ্দিক প্যাদা (৫৫) নিখোঁজ রয়েছেন।

আরেক ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের একটি ট্রলারও সাগরে ডুবে গিয়েছিল। অবশ্য ওই ট্রলারের সব জেলে অন্য ট্রলারে করে বন্দরে ফিরে এসেছেন। 

মঙ্গলবার সকালে গুরুতর আহত ট্রলার মালিক আনোয়ার খানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আরও জানা যায় যে পাঁচটি ট্রলারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

প্রসঙ্গত, পূর্ণিমার জোয়ার আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল আছে। গত দুই দিনে শতশত মাছ ধরা ট্রলার তাই আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে ফিরে এসেছে। 

মন্তব্য করুন: