শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গাজায় অস্ত্রবিরতি

 আপডেট: ১২:১৫, ৮ আগস্ট ২০২২

গাজায় অস্ত্রবিরতি

গাজায় গেল তিন দিনের সহিংসতায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এরা বেসামরিক নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এই সহিংসতার পর ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম মনে করছে, এই অস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে গাজায় শুরু হওয়া  গুরুতর
সংঘাত বন্ধ হতে পারে। 

রয়টার্স জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি লক্ষ্যে লাগাতার আক্রমণ চালিয়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টায় অস্ত্রবিরতি শুরু হয়। এর পর বন্ধ হয় হামলা।  

ইসলামিক জিহাদ ও ইসরায়েল, সংঘাতে জড়ানো দুই পক্ষই আলাদা আলাদা বিবৃতি দিয়ে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এই অস্ত্রবিরতির বিষয়ে মধ্যস্থতা করার জন্য তারা মিশরকে ধন্যবাদ জানায়।

মন্তব্য করুন: