শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

আজ থেকে সোনার ভরি ৮২ হাজার ৩৪৮ টাকা

 প্রকাশিত: ১০:৩৮, ৪ আগস্ট ২০২২

আজ থেকে সোনার ভরি ৮২ হাজার ৩৪৮ টাকা

আজ থেকে ফের বাজারে সোনা কিনতে গেলে দিতে হবে বাড়তি দাম। এক সপ্তাহের মধ্যে দেশের বাজারে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। 

সবচেয়ে ভালো মানের সোনা বলতে ২২ ক্যারেটের সোনা ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বেড়েছে। আজ থেকে এই মানের সোনার ভরি ৮২ হাজার ৩৪৮ টাকা। 

গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। 

গত ২৯ জুলাই শেষবার দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়। 

বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারিত করে দিয়েছে। 

গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। নতুন করে দাম বাড়ায় এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার জন্য দিতে হবে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬৬ টাকা বেড়েছে। এখন ভরির মূল্য দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৮ টাকায়। গতকাল পর্যন্ত দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা।

মন্তব্য করুন: