বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

দেশে ফিরেছেন ৫০ হাজার ৯৮৪ হাজি

 প্রকাশিত: ১০:২৯, ৪ আগস্ট ২০২২

দেশে ফিরেছেন ৫০ হাজার ৯৮৪ হাজি

পবিত্র হজ পালন শেষ করে গতকাল বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে বাংলাদেশিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। 

আগামী ৮ আগস্ট হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে। 

আইটি হেল্পডেস্ক জানায়, এবার হজ করতে গিয়ে সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। এই ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, নারী ৭ জন। মক্কায় মারা যান ১৯ জন, মদিনায় চারজন এবং জেদ্দায় দুইজন। 

প্রসঙ্গত, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরবে যান।

মন্তব্য করুন: