শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে জুলাইয়ের রপ্তানি আয়

 আপডেট: ১৬:৪৪, ২ আগস্ট ২০২২

প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে জুলাইয়ের রপ্তানি আয়

অর্থবছরের প্রথম মাস জুলাই। আর এই বছরের অর্থবছরের প্রথম মাসে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের ঠিক একই একই সময়ের চেয়ে এই আয় ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

গত অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। নতুন এই রেকর্ডের ওপর ভর করে এবারের নতুন অর্থবছরে সরকার ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সরকারের আশা ছিল, শুধু জুলাই মাসেই ৩৯২ কোটি ডলারের পণ্য রপ্তানি হবে। 

প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে জুলাইয়ের রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ মঙ্গলবার জুলাই মাসের রপ্তানির তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, এ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৬৫ শতাংশ বেশি আয় হয়েছে।

শেষ অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ ৪৯০ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল। এক মাসের হিসেবে এটা রেকর্ড বা সর্বোচ্চ। আগের বছরের একই মাসের চেয়ে প্রবৃদ্ধি হয়েছিল ৩৭ শতাংশ।

চলমান জুলাইয়ের মোট রপ্তানির মধ্যে পোশাক খাত থেকেই এসেছে ২৮৮ কোটি ডলার। এ খাতের ১৬ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

মন্তব্য করুন: