শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

শেয়ারবাজারে পতন ঠেকাতে ফের এলো ফ্লোরপ্রাইস 

 প্রকাশিত: ২০:০৩, ২৮ জুলাই ২০২২

শেয়ারবাজারে পতন ঠেকাতে ফের এলো ফ্লোরপ্রাইস 

বেশ কয়েকদিন ধরে দেশের পুঁজিবাজারে দরপতন চলছে। এমন টানা দরপতনের প্রেক্ষাপটে আবার শেয়ারদর কমার সর্বনিম্ন দাম বা ফ্লোরপ্রাইস চালু করা হচ্ছে। রোববার থেকে এই সর্বনিম্ন দাম বা ফ্লোরপ্রাইস কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার এক আদেশ জারি করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সেখানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের পাঁচ কার্যদিবসের শেয়ার দরের গড়কে ফ্লোরপ্রাইস হিসেবে গণনা করতে বলা হয়েছে। 

একদিনে শেয়ারদর কমার সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই আদেশে দৈনিক দর কমার বিদ্যমান ২ শতাংশ সার্কিট ব্রেকার তুলে দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৯ মার্চ করোনাভাইরাস মহামারীর চলাকালে দেশের পুঁজিবাজারে ধস ঠেকাতে আপদকালীন ব্যবস্থা হিসেবে প্রথমবারের মত শেয়ারের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছিল বিএসইসি।

পরে বাজারের পরিস্থিতি উন্নতি হয় এবং ২০২১ সালের ১৭ জুন ফ্লোরপ্রাইসের নিয়ম তুলে দেওয়া হয়।

সম্প্রতি অর্থনৈতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি বেড়েছে। অর্থনীতির বিভিন্ন সূচকের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

কয়েকদিন থেকে চলছে দরপতন এবং তাতে কমে দুই বাজারের সব সূচক। বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক কমে ছয় হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে গেছে। 

ডিএসইএক্স এর চেয়ে বাজে অবস্থায় ছিল ২০২১ সালের ৭ জুন। ওদিন সূচকে ছিল ৫ হাজার ৯৭৫ পয়েন্ট।  

আর ঢাকার বাজারের প্রধান সূচক শেষবার ছয় হাজারের নিচে ছিল ওই বছরের ২৭ জুন। সেদিন সূচকে ছিল ৫ হাজার ৯৯২ পয়েন্ট।

মন্তব্য করুন: