শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বরগুনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৬

 প্রকাশিত: ১০:৩২, ৫ নভেম্বর ২০২১

বরগুনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৬

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা যায় ,মনসাতলী স্লুইজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে ,আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার শাহিনের কর্মী ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মনসাতলী স্কুলমাঠে নৌকা প্রতীকের পথসভায় ভাঙচুর চালান স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের কর্মীরা। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হন।

পরে নৌকা প্রতীকের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওই ইউনিয়নের ঘোড়া প্রতীকের গোলাম সারোয়ার শাহিনের প্রচার গাড়িতে হামলা চালায়। এতে আহত হন পাঁচজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বাবুগঞ্জ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। বরগুনা থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: