শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়া থেকে সেনা সরানোর পরিকল্পনা নেই তুরস্কের

 প্রকাশিত: ২০:৪৯, ১০ জুন ২০২০

লিবিয়া থেকে সেনা সরানোর পরিকল্পনা নেই তুরস্কের

লিবিয়া থেকে এখনই সেনা সরানোর পরিকল্পনা নেই তুরস্কের। দেশটিতে তুরস্কের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তিনি বলেন, লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন করেছে। তারাও এই সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। এছাড়া খালিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারের কোনো স্বীকৃতি নেই। 

এরদোগান আরো বলেন, লিবিয়ার কোনো ভূমি দখলের ইচ্ছে তুরস্কের নেই। তবে যারা জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে তারা দেশটির তেলসহ অন্যান্য সম্পদ পেতে চায় বলে জানান তিনি।

এর আগে, গত নভেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে একটি সামরিক চুক্তি সই করেছে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার। ওই চুক্তি অনুসারে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারকে সহায়তার জন্য সেনা পাঠিয়েছে তুরস্ক।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: