বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে জমে উঠেছে নৌকার হাট

 প্রকাশিত: ১৬:৪৩, ২৭ জুন ২০২১

মানিকগঞ্জে জমে উঠেছে নৌকার হাট

বর্ষার আগমন দেখে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে নৌকার হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে এসব হাটবাজার। বিক্রিও হচ্ছে শত শত নৌকা। যেসব হাটবাজারে নৌকা বেচাকেনা হয়ে থাকে এরমধ্যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার হাট এবং ঘিওর উপজেলার ঘিওর হাট বিশেষভাবে উল্লেখযোগ্য। 
বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বন্যা, বর্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিটি নৌকা তৈরির কারিগররা। হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন স্কুলের মাঠে এবং ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহর মাঠজুড়ে শত শত ডিঙি নৌকার পসরা সাজিয়ে বিক্রেতারা বসে আছে। রাত পর্যন্ত চলে নৌকা কেনাবেচা। 

পশ্চিম হাসলী কবরস্থান মোড় এলাকায় ওহাব ‘স’ মিলের নৌকার কারিগর শোম্ভু সূত্রধর জানান, বর্ষা আসলে নৌকার চাহিদা বেড়ে যায়। আমাদের নৌকা তৈরিতেও ব্যস্ততা বেড়ে যায়। গত বছর শতাধিক ডিঙি নৌকা বিক্রি করেছিলাম। এতে প্রায় ৭০ হাজার টাকা লাভ হয়েছিলো। এবারো লাভের আশায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন তারা।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: