বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বৈরুতে আবারো বড় ধরনের বিস্ফোরণ

 প্রকাশিত: ২১:২৩, ১০ সেপ্টেম্বর ২০২০

লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে আবারো বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত এক মাস পাঁচদিন আগে শহরটিতে এক ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বৃহস্পতিবারের বিস্ফোরণ থেকে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগের বিস্ফোরণের মতো এবারও পুরো আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণের কোনো কারণ এখনো জানা যায়নি।

গত ৪ আগস্ট প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে এই শহরে ১৯১ জন মানুষ প্রাণ হারান। গুঁড়িয়ে যায় অনেক ভবন।

নতুন ঘটনার পর বৈরুতের গভর্নর সাধারণ মানুষকে বন্দরের আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছ, হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: