বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কে হচ্ছেন হেফাজতের পরবর্তী আমির

 প্রকাশিত: ০৯:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০

কে হচ্ছেন হেফাজতের পরবর্তী আমির

হেফাজতের আমির আল্লামা শফীর মৃত্যুর পর কে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তর জানতে হাজারো কৌতূহল ভিড় করছে আলেমদের মনে মনে।

কেউ বলছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেউবা আবার বলছেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমি। এছাড়াও আলোচনায় আছেন হেফাজতের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জমিয়ত নেতা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। 

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক ছিলো হেফাজতের সবচেয়ে বেশি সরব কার্যক্রম। তাই ঢাকার আলেম হিসেবে নূর হোসাইন কাসেমির নাম শোনা যাচ্ছে। তিনি বারিধারা মাদরাসার মহাপরিচালক হিসেবেও আছেন।

সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, ‌হেফাজতে ইসলামের আমির কে হবেন সেটা তো আমি বলতে পারব না, এটা আল্লাহ তায়ালা জানেন। তবে আমরা চেষ্টা করব উনার (আল্লামা শফী) আদর্শ বাস্তবায়ন করার। সেটা হাটহাজারী মাদরাসা ও হেফাজতে ইসলামের ব্যাপারেও। উনি হেফাজতের আমির ছিলেন। এখন কাউন্সিল হবে, কাউন্সিলে নির্ধারণ করা হবে কে হেফাজতে ইসলামের আমির হবেন।

এদিকে হাটহাজারী মাদরাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান জুনায়েদ বাবুনগরী। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকার ঘোষণা দিয়েছেন তিনি। হাটহাজারী মাদরাসায় মসজিদের মাইকে তিনি এ ঘোষণা দেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: